মাদার তেরেসার জন্মদিনে শ্রদ্ধা জানাতে টুইটারে পোস্ট করেছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।কিন্তু সেই পোস্টে মাদার তেরেসার পাশে বসা জ্যোতি বসুকে ছবি থেকে কেটে বাদ দিয়েছেন তিনি। আর এতে সমালোচনার মুখে পড়েছেন প্রসেনজিৎ। খবর জি নিউজের। 

মাদার তেরেসার ছবি পোস্ট করে প্রসেনজিৎ বলেন, ''মাদার টেরেসার উপস্থিতি এবং তার দয়ালু কথার সঙ্গে সমস্ত উদ্বেগ অদৃশ্য হয়ে গেল। তাঁর আশীর্বাদ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছি।'' 

সামাজিক মাধ্যমে ব্যবহারকারীরা বুঝতে পারেন মূল ছবিতে মাদার তেরেসার পাশে বসেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। কেন প্রসেনজিৎ ছবিটি ক্রপ করে জ্যোতি বসুকে বাদ দিলেন এটা নিয়েই সমালোচনার মুখে পড়েন তিনি।