বরিশাল থেকে ঢাকায় আসা এমভি পারাবাত-১২ নামের একটি যাত্রাবাহী লঞ্চের কেবিন থেকে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরিচয় পাওয়া যায়নি। আনুমানিক বয়স ৩৫ বছর। লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

সদরঘাট নৌ থানার ওসি কাইয়ুম আলী সরদার জানান, রোববার ভোরে এমভি পারাবাত লঞ্চটি সদরঘাটে আসে। যাত্রী নেমে যাওয়ার পর একটি কেবিন ভেতর থেকে আটকানো ছিল। সেটি দেখে পরিচ্ছন্নতা কর্মীরা লঞ্চের অন্য স্টাফদের জানান। খবর পেয়ে পুলিশ কেবিনের দরজা ভেঙে লাশ উদ্ধার করে। কেবিনের হুকের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা পুলিশের।
পুলিশ জানিয়েছে, কেবিনে ইঁদুর মারার ওষুধের একটি খালি প্যাকেট এবং একটি ওষুধসহ পাওয়া গেছে। খালি প্যাকেটের ওষুধ রাতে নারী খেয়েছেন বলে ধারণা করা হচ্ছে। কেবিনের টিকিটটি আনোয়ার হোসেনের নামে সংগ্রহ করা হয়েছিল। লঞ্চের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে পুলিশ জানতে পেরেছে, এক বৃদ্ধ ওই নারীকে বরিশালে লঞ্চটিতে উঠিয়ে দিয়ে নেমে যান।