- রাজধানী
- 'সংসদ ভবন এলাকার নকশাবহির্ভূত স্থাপনা অপসারণ করতে হবে'
'সংসদ ভবন এলাকার নকশাবহির্ভূত স্থাপনা অপসারণ করতে হবে'

সংসদ ভবন এলাকা থেকে নকশা ও পরিকল্পনা বহির্ভূত সকল স্থাপনা অপসারনের দাবি জানিয়েছেন সাবেক মন্ত্রী ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য এডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেছেন, বিশ্বের অনেক দেশের সংসদ ভবন দেখার সৌভাগ্য আমার হয়েছে। কিন্তু বাংলাদেশের সংসদ ভবন এলাকার শৈল্পিক স্থাপনা ও আশপাশের সৌন্দর্য বিরল। তাই সময়ের দাবি উঠেছে সংসদ ভবন এলাকা থেকে অপরিকল্পিত স্থাপনা জিয়াউর রহমানের কবর ও অনাকাঙ্ক্ষিত স্থাপনা দ্রুত সময়ের মধ্যে অপসারণ করতে হবে।
১৫ আগস্ট জাতীয় শোকদিবস উপলক্ষে সোমবার রাজধানীর কামরাঙ্গীরচরে কামরুল ইসলাম কমিউনিটি সেন্টারে কামরাঙ্গীরচর থানা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেরা বেগম, সাধারণ সম্পাদক নার্গিস রহমান, কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল হোসেন সরদার, স্থানীয় (৫৬ নং ওয়ার্ড) কাউন্সিলর মোহাম্মদ হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, স্বাধীনতাবিরোধী অপশক্তিকে চিরতরে রুখে দিতে হবে- এই হোক শোক দিবসের শপথ।
মন্তব্য করুন