- রাজধানী
- যৌতুক দাবি ও পরকীয়ার বিরোধে দুই গৃহবধূ খুন
যৌতুক দাবি ও পরকীয়ার বিরোধে দুই গৃহবধূ খুন
ঢাকা ও সাভারে গ্রেপ্তার ২

প্রতীকী ছবি
প্রেম করে বিয়ের দুই বছরের মাথায় পরকীয়ায় জড়ান রুবেল মিয়া। একপর্যায়ে পথের কাঁটা দূর করতে স্ত্রী মোসলেমা আক্তার ময়নাকে শ্বাসরোধে হত্যা করেন। গত ১৯ আগস্ট জামালপুরের নয়াপাড়া এলাকায় সংঘটিত এই হত্যাকাণ্ডে জড়িত রুবেলকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অন্যদিকে নড়াইলে যৌতুকের দাবিতে স্ত্রী দীপালি বেগমকে হত্যা করেন স্বামী রকিবুল গাজী। তাকেও গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর বলেন, স্ত্রীকে হত্যার পর থেকেই পলাতক ছিলেন রাজমিস্ত্রি রুবেল মিয়া। মঙ্গলবার রাতে রাজধানীর ডেমরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, এক মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে প্রায়ই স্ত্রীর সঙ্গে কলহ হতো। দাম্পত্য কলহের জের ধরে ঘটনার দিন রাত দেড়টার দিকে স্ত্রী ময়নাকে গলা টিপে হত্যা করেন।
সিআইডির এই কর্মকর্তা আরও জানান, ছয় বছর আগে নড়াইলের কালিয়া থানা এলাকার বাসিন্দা রকিবুল গাজীর সঙ্গে বিয়ে হয় দীপালি বেগমের। বিয়ের সময় তিনি যৌতুক হিসেবে পাঁচ লাখ টাকা নেন। পরে ব্যবসার নামে নেন আরও ১০ লাখ টাকা। সম্প্রতি আরও চার লাখ টাকা চাইলে স্ত্রীর সঙ্গে কলহের সূত্রপাত হয়। এর জের ধরে ২ সেপ্টেম্বর দুপুরে শাশুড়ির সামনেই স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মেরে ফেলেন তিনি। চাঞ্চল্যকর এ ঘটনায় দায়ের মামলাটি তদন্তের ধারাবাহিকতায় ঢাকার সাভারের ধামসোনা এলাকা থেকে মঙ্গলবার রকিবুল গাজীকে গ্রেপ্তার করে সিআইডি।
মন্তব্য করুন