- রাজধানী
- হেডফোন কানে রেললাইনে, প্রাণ গেল যুবকের
হেডফোন কানে রেললাইনে, প্রাণ গেল যুবকের

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনের ধাক্কায় মারা গেছেন মো. ফজলু (৩৭) নামে এক যুবক। বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ওইসময় তিনি কানে হেডফোন গুঁজে কথা বলতে বলতে যাচ্ছিলেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এদিকে বিকেলে বনানী এলাকায় ট্রেনের ধাক্কায় আরেক যুবকের মৃত্যু হয়। তার পরিচয় জানা যায়নি।
ঢাকা রেলপথ থানার (জিআরপি) ওসি মাজহারুল হক সমকালকে বলেন, নিহত ফজলুর সঙ্গে থাকা পরিচয়পত্রের সূত্রে তার নাম-ঠিকানা জানা যায়। তার বাবার নাম আলতাফ হোসেন। বাড়ি ঢাকার কেরানীগঞ্জের আরশীনগর এলাকায়। দুর্ঘটনার সময় তিনি মোবাইল ফোনে কথা বলছিলেন বলে জানা গেছে। ইদানিং লোকজনের অসতর্কতার কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে বলেও জানান ওসি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, দুপুর পৌনে দু'টার দিকে কুড়িল বিশ্বরোডের বটতলা এলাকার রেললাইন ধরে হাঁটছিলেন ফজলু। কানে হেডফোন থাকায় তিনি ট্রেনের আওয়াজ শুনতে পাননি। এমনকি ট্রেনের হুইসেলও তার কানে পৌঁছায়নি।
ফাতেমা বেগম নামে এক প্রত্যক্ষদর্শী সাংবাদিকদের জানান, ট্রেন আসতে দেখে তিনিসহ আশেপাশে থাকা লোকজন চিৎকার করে সাবধান করতে চেয়েছেন। কিন্তু ওই ব্যক্তি বুঝতে পারেননি। ফলে ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
এদিকে বুধবার বিকেল পৌনে ৪টার দিকে আনুমানিক ৩০ বছর বয়সী এক ব্যক্তি বনানী রেলস্টেশনের অদূরে ট্রেনের ধাক্কায় নিহত হন। তার ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।
এর আগে মঙ্গলবার সকালে কমলাপুর রেলস্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনের ইঞ্জিনের চাকায় দুই পা কাটা পড়ে মোশাররফ হোসেন নামে এক তরুণের। তিনিও ঘটনার সময় মোবাইল ফোনে কথা বলছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর অস্ত্রোপচার করে তার দুই পা বাদ দিতে হয়। তার অবস্থা সঙ্কটাপন্ন। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা চলছে তার।
মন্তব্য করুন