রাজধানীতে সাতক্ষীরাগামী সোহাগ পরিবহনের একটি বাসের চালকের আসনের নিচে কোটি টাকার স্বর্ণপাচার মামলায় গ্রেপ্তার তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য বিভিন্ন মেয়াদে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম বাসের চালক শাহাদৎ হোসেন ও হেলপার মো. ইবরাহিমের দুইদিন এবং সুপারভাইজার তাইফুলের একদিনের রিমাণ্ড মঞ্জুর করেন।

এদিন তাদের হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই মো. মেহেদি হাসান ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে তাদের পৃথকভাবে রিমান্ড মঞ্জুর করেন আদালত। 

তদন্ত কর্মকর্তা সমকালকে জানান, এখন পর্যন্ত ওই স্বর্ণের মালিক কে তা খুঁজে পাওয়া যায়নি। তবে মামলা তদন্ত অব্যাহত আছে।

মামলার বিবরণে জানা গেছে, মঙ্গলবার রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পুলিশ বস্কের সামনে সোহাগ পরিবহনের সাতক্ষীরাগামী একটি বাসে (ঢাকা মেট্রো-ব ১৪৯৫১৪) তল্লাশি করে চালকের আসনে নীচ থেকে ৫৮টি (৬ কেজি ৭২৮ গ্রাম) স্বর্ণবারের চালান জব্দ করে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। যার বাজারমূল্য ৪ কোটি ৪৫ লাখ টাকা। এ সময় ওই বাসের চালক, হেলপার ও সুপাভাইজারকে আটক করা হয়। এছাড়া কোটি টাকার স্বর্ণ পাচারের উদ্দেশে বহন করা সোহাগ পরিবহনের ওই বাসটিও জব্দ করা হয়। এ ঘটনায় গত বুধবার শুল্ক গোয়েন্দার সহকারী রাজস্ব কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বাদী হয়ে এ স্বর্ণপাচার চক্রটির বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করেন।

সংশ্লিষ্ট গোয়েন্দা সূত্রে জানা গেছে, দুবাই থেকে বিমানে করে অবৈধভাবে স্বর্ণের বারগুলো দেশে আসার পরে সেগুলো বাসে করে পাশের দেশ ভারতে পাচারের জন্য সাতক্ষীরা সীমান্তে নিয়ে যাওয়া হচ্ছিল। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের তৎপরতায় রাজধানীতেই আটক করা হয় এ স্বর্ণবারের চালানটি। 

পুলিশ জানায়, সোহাগ পরিবহনে কোটি টাকার স্বর্ণপাচারের বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।