রাজধানীর গোড়ান এলাকার একটি বাসায় স্ত্রীর হামলায় প্রাণ হারিয়েছেন আব্দুর রহমান (৪০) নামে এক ব্যক্তি। সোমবার সকালে ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী নাজমা বেগম রহমানকে ব্যাটমিন্টনের ভাঙা ব্যাট দিয়ে বুকে আঘাত করেন। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রহমান খিলগাঁও এলাকায় মুরগি সরবরাহের ভ্যান চালাতেন।

স্বজনদের উদ্ধৃত করে পুলিশ জানায়, রহমান-নাজমা দম্পতি দুই ছেলে ও এক মেয়ে নিয়ে ২৭৯/২ নম্বর পূর্ব গোড়ানে একটি টিনশেড বাসায় ভাড়া থাকতেন। তাদের তিন মাসের ঘরভাড়া বাকি রয়েছে। বাড়ির মালিক ভাড়ার জন্য প্রায়ই নাজমাকে কথা শোনান। স্বামীকে বারবার বলার পরও ভাড়া পরিশোধ না করায় সোমবার সকালে দুজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বাসায় থাকা ব্যাডমিন্টনের ভাঙা ব্যাট দিয়ে স্বামী রহমানের বুকে আঘাত করেন নাজমা। এতে অচেতন হয়ে পড়লে তাকে প্রথমে খিলগাঁওয়ের খিদমাহ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে পুলিশ সেখান থেকেই তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহত ব্যক্তির বড় ভাই আবদুস সালাম বাদী হয়ে খিলগাঁও থানায় হত্যা মামলা করেছেন।

খিলগাঁও থানার ওসি ফারুকুল আলম বলেন, মামলায় নাজমাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার কথা স্বীকার করেছেন। রহমানের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।