- রাজধানী
- শাহ আলীতে বাসা থেকে নারীর গলিত লাশ উদ্ধার
শাহ আলীতে বাসা থেকে নারীর গলিত লাশ উদ্ধার

প্রতীকী ছবি
রাজধানীর মিরপুরের শাহ আলী বেড়িবাঁধ এলাকার বাসা থেকে খাদিজা আক্তার বৃষ্টি (২৮) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে অর্ধগলিত অবস্থায় লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
শাহ আলী থানার ওসি মো. আসাদুজ্জামান সমকালকে বলেন, দরজা ভেঙে ওই নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ জানায়, শাহ আলী বেড়িবাঁধের রয়েল সিটি এলাকার একতলা একটি বাড়ির ছাদে কয়েকটি টিনশেড ঘর রয়েছে। সেগুলোর একটিতে থাকতেন বৃষ্টি। সেখানে তিনি একাই ছিলেন। তিন-চার দিন ধরে তার ঘরটি বন্ধ পাওয়া যায়। এরপর গতকাল সকালে ঘর থেকে প্রচণ্ড দুর্গন্ধ ছড়ালে প্রতিবেশীরা পুলিশকে জানান। পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
তদন্ত সংশ্নিষ্টরা জানান, ১২ বছর আগে বৃষ্টির বিয়ে হয়। তবে ছয়-সাত বছর আগে তাদের বিচ্ছেদ ঘটে। ওই বাসায় তিনি একাই থাকতেন।
মন্তব্য করুন