- রাজধানী
- গুলশানে আবাসিক ভবনে আগুন, দগ্ধ ৭
গুলশানে আবাসিক ভবনে আগুন, দগ্ধ ৭

প্রতীকী ছবি
রাজধানীর গুলশান ২-এ একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন দগ্ধ হয়েছেন।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি জানান, বুধবার বেলা ১১টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পান তারা। পরে আটটি ইউনিটের চেষ্টায় দুপুর ১২ টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ডিউটি অফিসার রাফি বলেন, গুলশান ২-এর ১০৩ নম্বর সড়কের ১৩৮ নম্বর বাসায় আগুন লাগে। ছয়তলা বাসাটির ১, ২ ও ৩ তলায় আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় সাতজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। কীভাবে আগুন লেগেছে তা জানা যায়নি।
মন্তব্য করুন