- রাজধানী
- ফোন রেকর্ড ধরে হোটেল থেকে উদ্ধার হলো ঢাবি ছাত্রের মরদেহ
ফোন রেকর্ড ধরে হোটেল থেকে উদ্ধার হলো ঢাবি ছাত্রের মরদেহ

আদনান সাকিব
রাজধানীর সেগুনবাগিচার একটি আবাসিক হোটেল থেকে আদনান সাকিব (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আদনান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ছিলেন।
বুধবার রাত আড়াইটার দিকে সেগুনবাগিচার আবাসিক হোটেল কর্ণফুলী থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।
আদনানের বাড়ি নীলফামারীর ডিমলা উপজেলার উত্তর সোনাখুলী গ্রামে। তার বাবার নাম আব্দুল মালেক।
শাহবাগ থানার এসআই পলাশ বলেন, আদনান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। তিনি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে থাকতেন। মঙ্গলবার থেকে তিনি নিখোঁজ ছিলেন।
তিনি আরও বলেন, বুধবার তার স্ত্রী শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর আদনানের মোবাইল ফোন ট্র্যাক করে আমরা তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হই। রাত দেড়টার দিকে হোটেলে এসে জানতে পারি তিনি দ্বিতীয় তলায় ১০৭ নম্বর রুমে উঠেছেন। অনেক ডাকাডাকি করেও সাড়া না পাওয়ায় দরজা ভেঙে ফেলা হয়। ভেতরে গিয়ে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী বলেন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ওই শিক্ষার্থী নিখোঁজ জানার পরে আমরা থানায় জিডি করার পরামর্শ দিয়েছিলাম। পুলিশের ধারণা এটি আত্মহত্যা। তবে আমরা তদন্ত করতে অনুরোধ করেছি।
মন্তব্য করুন