- রাজধানী
- ধানমন্ডি লেকের ১১টি স্থাপনার অবৈধ অংশ উচ্ছেদ
ধানমন্ডি লেকের ১১টি স্থাপনার অবৈধ অংশ উচ্ছেদ

রাজধানীর ধানমন্ডি লেকে অভিযান চালিয়ে ১১টি স্থাপনার অবৈধ অংশ উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। লেকের ওয়াকওয়ের জায়গা দখল করে এসব অংশ তৈরি করা হয়েছিল। ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনিরুজ্জামান ও তানজিলা কবির ত্রপার নেতৃত্বে বৃহস্পতিবার এই অভিযান পরিচালনা করা হয়।
ডিএসসিসি জানায়, দ্বিতীয় দিনের অভিযানে ১৫/এ রোডের ৫১ নম্বর হোল্ডিংয়ে আমিন মোহাম্মদ ফাউন্ডেশন লিমিটেডের একটি নির্মাণাধীন স্থাপনাসহ মোট ১১টি স্থাপনার অবৈধ বর্ধিতাংশ উচ্ছেদ করেছে দক্ষিণ সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৪৭ নম্বর হোল্ডিংয়ে আকাশ ডেভেলপমেন্ট লিমিটেডের একটি নির্মাণাধীন স্থাপনার অবৈধ বর্ধিতাংশ ভেঙে ফেলার পর আবাসন উন্নয়নকারী প্রতিষ্ঠানটি আগামী ৩ দিনের মধ্যে এবং ৪৯ নম্বর হোল্ডিংয়ের 'স্পেস লেক ক্যাসল' নামক বাড়িটির অবৈধ বর্ধিতাংশ আগামী ৭ দিনের মধ্যে ভেঙে ফেলার লিখিত প্রতিশ্রুতি দিলে তাদেরকে সেই সময় বেঁধে দেওয়া হয়।
মন্তব্য করুন