বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় তৃতীয় দিনের মতো তিন আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে তাদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন আইনজীবী আমিনুল গনি টিটু।

তিন আসামি হলেন- ইফতি মোশাররফ সকাল, মেহেদী হাসান রবিন ও মুনতাসির আলম জেমি।

আইনজীবী বলেন, রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। তাদের খালাস দিতে আবেদন করেন তিনি।

২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েটের শেরেবাংলা হলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ১৯ জনকে আসামি করে পরের দিন ৭ অক্টোবর চকবাজার থানায় হত্যা মামলা করেন তার বাবা বরকতউল্লাহ। ওই বছরের ১৩ নভেম্বর ২৫ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর (দক্ষিণ) গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক ওয়াহেদুজ্জামান। গত বছর ১৫ সেপ্টেম্বর ২৫ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরু করেন আদালত।