ঢাকা ট্যাকসেস বার অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি ২০২১-২২ এর অভিষেক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে এ অভিষেক অনুষ্ঠান হয়।

এতে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট এ কে এম আজিজুর রহমান। সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মুস্তাফিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যাক্স ল'ইয়ার্স এসোসিয়েশনের আহ্বায়ক অ্যাডভোকেট মো. সোহ্‌রাব উদ্দিন, সদস্য সচিব অ্যাডভোকেট মো. খোরশেদ আলম, সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদ, ঢাকা ট্যাকসেস্‌ বার এসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ মল্লিক প্রমুখ।

অনুষ্ঠানে ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি-২০২১-২২ এর সদস্য এবং বারের সাবেক সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদকরাসহ প্রবীণ ও নবীন সদস্যরা উপস্থিত ছিলেন।