- রাজধানী
- বিদেশগামী দুই যাত্রীর লাগেজে মিলল ৬ লাখ রিয়াল
বিদেশগামী দুই যাত্রীর লাগেজে মিলল ৬ লাখ রিয়াল
-samakal-617c1b9e9b7d8.jpg)
ফাইল ছবি
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ শুক্রবার তল্লাশি করে দুই বিদেশগামী বাংলাদেশির লাগেজে মিলেছে অবৈধ ৬ লাখ সৌদি রিয়াল বা প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা।
এ ঘটনায় মো. জুয়েল (৩৬) ও গোলাম রব্বানী (৪৬) নামের দুই যাত্রীকে আটক করে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।
বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা জানান, শুক্রবার ভোরে বিমানবন্দরে গালফ এয়ারের একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, প্রতি সপ্তাহে বাহরাইন হয়ে দুবাইয়ে যান তারা। শুক্রবার ভোরবেলা তারা একইভাবে একই গন্তব্যে যাচ্ছিলেন। বিমানবন্দরে লাগেজ বুকিং শেষ করে গালফ এয়ারের একটি ফ্লাইটে ওঠার অপেক্ষা করছিলেন তারা।
এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক সাংবাদিকদের জানান, জুয়েল ও রব্বানী স্বর্ণ চোরাচালানের উদ্দেশ্যে এসব মুদ্রা ব্যবহার করতেন বলে তাদের ধারণা। জুয়েলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় এবং রব্বানীর কুমিল্লায়।
মন্তব্য করুন