- রাজধানী
- মৌলভীবাজারে ব্যবসায়ী খুনের ঘটনায় গ্রেপ্তার ৪
মৌলভীবাজারে ব্যবসায়ী খুনের ঘটনায় গ্রেপ্তার ৪

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাট বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি নাজমুল হাসান হত্যার ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গত বুধবার রাজধানীর যাত্রাবাড়ী এবং মৌলভীবাজারে পৃথক অভিযান চালিয়ে রাসেল মিয়া (৩২), বাবর মিয়া (২৮), মরদিছ মিয়া (৬৮) ও মাসুদ মিয়া (৪২) নামে চার ব্যক্তিকে গ্রেপ্তার করে র্যাব।
বৃহস্পতিবার দুপুরে কারওয়ান বাজারের র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৩১ অক্টোবর দুপুরে কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাট বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি নাজমুল হাসান বাসায় ফিরছিলেন। পথিমধ্যে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই শামসুল হক কমলগঞ্জ থানায় ১৪ জনকে আসামি করে মামলা করেন।
সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, নাজমুলকে নৃশংসভাবে কোপানোর দৃশ্য পাশেরই একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। ওই ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। র্যাব ঘটনার ছায়া তদন্ত শুরু করে। জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যায় জড়িত থাকার কথা স্বাকীর করেছেন। ব্যবসায়িক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
মন্তব্য করুন