সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করায় রাজধানীতে ১৮টি বাসকে জরিমানা করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।

বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ও কলাবাগান এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোট ৪২ হাজার ৫০০ টাকা জরিমানা করেন ম্যাজিস্ট্রেট।

ডিএমপি সূত্র জানায়, সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. সঞ্জীব দাশ। এ সময় অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ১০টি বাসকে মোট ২৪ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযোগে সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কলাবাগান ট্রাফিক বক্স এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক। অতিরিক্ত ভাড়া আদায় করায় তিনি আটটি বাসকে মোট ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেন।