বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ঠেকাতে কপ২৬ সম্মেলনে যেসব উদ্যোগ নেওয়া হচ্ছে, তা নিয়ে অসন্তোষ প্রকাশ করে গ্লাসগোতে বিক্ষোভ দেখিয়ে ছিলেন বিপুল সংখ্যক তরুণ-তরুণী। এ নিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মও কতটা উদ্বিগ্ন তারই চিত্র উঠে এসেছে এবার রাজধানী ঢাকায়। বিশ্বের বড় রাষ্ট্রনেতাদের প্রতীকী 'কারাবন্দি' করে সেই বন্দিশালার তালার চাবি হাতে নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। তারা বলছেন, জলবায়ু পরিবর্তনে ধরিত্রীর ক্ষতি হচ্ছে। এ ক্ষতি ঠেকাতে বিশ্বনেতারা উদ্যোগ না নিলে তাদের কারাগারেই আটকে রাখা হবে।

বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে জলবায়ু বিপর্যয় রোধে ব্যর্থতার দায়ে 'বিশ্বনেতাদের খাঁচায় বন্দি করো' শীর্ষক এমন অভিনব প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে 'স্টপ এমিশনস নাউ বাংলাদেশ' নামের একটি সংগঠন।

প্রতীকী এ কর্মসূচিতে বাঁশের কঞ্চি দিয়ে বানানো হয়েছে বন্দিশালা। তাতে মুখোশ পরিয়ে প্রতীকীভাবে আটকে রাখা হয় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনসহ বিশ্বনেতাদের। চাবি হাতে শিশুরা হুঁশিয়ারি দেয় নেতাদের।

কর্মসূচিতে অংশ নিয়ে ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী শামীমা রহমান প্রতীকী খাঁচাবন্দি মুখোশ পরানো বিশ্বনেতাদের দিকে আঙুল তুলে বলে, 'জলবায়ু নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই। তারা যদি পদক্ষেপ না নেয়, তাহলে আমরা সারা জীবনের জন্য তাদের জেলে রাখতে বাধ্য হব। চাবি কিন্তু আমাদের হাতে।'

কর্মসূচিতে 'এমিশনস নাও বাংলাদেশ'-এর সদস্য সচিব মঞ্জুরুল হাসান বলেন, প্রাণ-প্রকৃতির অস্তিত্ব যখন বিনাশের পথে, তখন কার্যকর পদক্ষেপ নিতে বিশ্বনেতারা এখনও সিদ্ধান্তহীনতায় ভুগছেন। ফলে বাংলাদেশের মতো উপকূলীয় দেশগুলোর জন্য এ বিপর্যয় ভয়াবহ রূপ নিচ্ছে।