রাজধানীর সায়েদাবাদ জনপথ মোড়ে একটি দোকানে এলপিজি সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধদের মধ্যে আরও দুইজন মারা গেছেন। মঙ্গলবার ভোরে রিপন মিয়া নামের একজন মারা যান। এর চার ঘণ্টা পর আবুল কালাম নামের দগ্ধ আরও একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। 

ওই দুইজনই শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। ওই ঘটনায় এই নিয়ে মৃত্যুর সংখ্যা তিনজন দাঁড়ালো।

গত শনিবার সন্ধ্যায় জনপথ মোড়ে আওয়াল-আমিরুল মোটর পার্টস মার্কেটের নিচতলায় পুরনো গ্যাস সিলিন্ডার ক্রয়-বিক্রয়ের একটি দোকানে বিস্ফোরণ হয়। এতে সেখানে থাকা ছয়জন দগ্ধ হন। তাদের সবাইকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তাদের মধ্যে বিশ্বনাথ দত্ত নামের দগ্ধ একজন রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন বলেন, রিপনের শরীরের ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তিনি ভোর সাড়ে পাঁচটার দিকে মারা যান। শরীরের ৮০ শতাংশ পোড়া অবস্থায় চিকিৎসা চলছিল আবুল কালামের। সকাল সাড়ে ৯টায় তিনিও মারা যান।

এই চিকিৎসক আরও বলেন, এখনও ৭৮ শতাংশ পোড়া নিয়ে শফিকুল ইসলাম, ৮৫ শতাংশ দগ্ধ কবির হোসেন এবং শরীরের ৫ শতাংশ দগ্ধ অবস্থা নিয়ে শামসুদ্দিন রবিন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে প্রথম দুইজনের অবস্থা আশঙ্কাজনক।