রাজধানীর বেইলি রোডে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে রিকশা আরোহী বাবা-ছেলে ও চালককে আহত করার ঘটনায় তরুণ চালককে আটক করেছে পুলিশ। 

ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার সমকালকে জানান, রোববার চুয়াডাঙ্গা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ। তিনি রাজধানীর একটি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। ঘটনার পরই সে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পালিয়ে যায়। গাড়িটি জব্দ করা হয়েছে রাজধানীর মীরবাগ থেকে। গাড়িটি কিশোরের বাবার। গাড়িটি হাতিরঝিল থানা হেফাজতে রয়েছে। 

গত শুক্রবার বেইলি রোডে প্রাইভেটকারের ধাক্কায় বাবা ও তার ছয় মাস বয়সী শিশু সন্তান আহত হন। ওই ঘটনার একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিও ফুটেজ দেখে চালককে আটক করা হয়েছে বলেও জানান বিপ্লব কুমার সরকার।

পুলিশ জানিয়েছে, গত শুক্রবার বেইলি রোডে বেপরোয়া গতিতে প্রাইভেটকার চালাচ্ছিল ওই কিশোর। এ সময় সে একটি রিকশায় ধাক্কা দেয়। রিকশার যাত্রী ফখরুল হাসান ও তার কোলে থাকা শিশু ছিটকে পড়ে আহত হন। এতে শিশুটি পা ও ফখরুলের হাত ভেঙে যায়। রিকশাচালকও আহত হন।