- রাজধানী
- মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

শ্রমিকদের বিক্ষোভ চলাকালীন একটি চিত্র। ছবি: সমকাল
বেতন বাড়ানোসহ বেশ কয়েকটি দাবিতে মিরপুর-১০ নম্বর গোল চত্ত্বরে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। বুধবার সকাল ৯টা থেকে শ্রমিকরা গোল চত্বরে জড়ো হয়ে এ বিক্ষাভ করে। পরে বেলা সাড়ে ১১টার পর থেকে শ্রমিকরা ধীরে ধীরে রাস্তা ছেড়ে দিয়ে অন্যত্র চলে যায়।
মিরপুর মডেল থানার ডিউটি অফিসার এসআই মোস্তাফিজুর রহমান জানান, সকালে শ্রমিকরা বিভিন্ন দাবিতে মিরপুর ১০ নম্বর গোল চত্ত্বরে অবস্থান নেয়। এসময় পুলিশ পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেষ্টা চালায়। পরে বেলা সাড়ে ১১টার দিকে শ্রমিকরা রাস্তা ছেড়ে দেয়।
এদিকে সকালে শ্রমিকরা সড়কে অবস্থান নিলে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়। এতে সাধারণ মানুষ দুর্ভোগে পড়েন। পরে শ্রমিরা রাস্তা ছেড়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।
মন্তব্য করুন