- রাজধানী
- 'নদী বাঁচাও, মানুষ বাঁচাও' বুড়িগঙ্গা উৎসব শুরু
'নদী বাঁচাও, মানুষ বাঁচাও' বুড়িগঙ্গা উৎসব শুরু

ঢাকার প্রাণ বুড়িগঙ্গা বাঁচানোতে শুক্রবার থেকে শুরু হয়েছে 'বুড়িগঙ্গা উৎসব'। ছবি: সমকাল
আকাশে সূর্য উঁকি দিলেও কুয়াশা ভেদ করে আলো তখনও পুরোপুরি ফোটেনি। তার আগেই শতাধিক মানুষ ছুটে এসেছেন রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদের সামনে।
সংগীতশিল্পী থেকে ফ্যাশন ডিজাইনার, শিক্ষার্থী থেকে মিডিয়াকর্মী, পরিবেশ বাঁচাও আন্দোলনের নেতা থেকে পর্যটক কর্মকর্তা- সব এক কাতারে এসে মিলিত হয়েছেন। সবার কণ্ঠে এক আওয়াজ, 'নদী বাঁচাও, মানুষ বাঁচাও'।
ঢাকার প্রাণ বুড়িগঙ্গা বাঁচানোতে শুক্রবার থেকে শুরু হয়েছে 'বুড়িগঙ্গা উৎসব'।

দুই দিনের এই উৎসবের প্রথম দিন শুক্রবার সকালে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে বুড়িগঙ্গার পাড়ে বছিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়।
বুড়িগঙ্গা নদীর তীরে বসে শিশুরা এঁকেছে নদীর ছবি, মাঝিরা অংশ নিয়েছেন ডিঙি নৌকা প্রতিযোগিতায়, কিশোর-তরুণরা অংশ নিয়েছেন সাইকেল র্যালি ও মূকাভিনয়ে। এ সময় উৎসবে অংশ নেওয়া ব্যক্তিরা বলেন, অনেকের অনেক কিছু আছে, আমাদের আছে বুড়িগঙ্গা। কিন্তু আমরা সেই বুড়িগঙ্গাকে ধীরে ধীরে মেরে ফেলেছি।

সাইকেল র্যালির উদ্বোধন করে ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল বলেন, আমরা চাই আমাদের দেশের নদীগুলো সারা বছর উৎসবের অংশ হয়ে থাকুক। দূষণমুক্ত করে নদীগুলোকে যদি আগের অবস্থায় ফিরিয়ে না আনা যায়, তাহলে ঢাকাকে বাঁচানো যাবে না।
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আহমদ কামরুজ্জামান মজুমদার বলেন, নদীর পাড়ে উৎসব করা হচ্ছে, যাতে নদীর কাছে বসেই সবাই নদীর কথা ভাবতে পারেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সাইকেল লেন ইমপ্লিমেন্টেশন কাউন্সিলের সভাপতি আমিনুল ইসলাম টুববুস, সাবেক ফুটবলার কায়সার হামিদ, অভিনেতা ও চলচ্চিত্র নির্দেশক নাদের চৌধুরী, বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলনের সমন্বয়ক মিহির বিশ্বাস, রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের (আরডিআরসি) চেয়ারম্যান মোহাম্মদ এজাজ, নোঙর সংগঠনের সভাপতি সুমন শামস প্রমুখ।
সাইকেল র্যালি শেষে সকাল সাড়ে ১০টায় নদী বিষয়ে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১১টায় শুরু হয় বুড়িগঙ্গা নদীর মাঝিদের অংশগ্রহণে ডিঙি নৌকা প্রতিযোগিতা। দুপুর ১২টায় নদী উৎসবস্থল বছিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মূকাভিনয় পরিবেশন করে বাংলাদেশের বিশিষ্ট মূকাভিনয় সংগঠন দ্য মামারস। আজ শনিবার সকালে বুড়িগঙ্গা নদীর পাড়ে আলোচনা সভা এবং নদীকেন্দ্রিক মেলা অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন