- রাজধানী
- গুলশানে ভবনে আগুন নিয়ন্ত্রণে
গুলশানে ভবনে আগুন নিয়ন্ত্রণে

গুলশানে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড। ছবি-সংগৃহীত
রাজধানীর গুলশান-১ নম্বর সার্কেলে ঢাকা উত্তর সিটি করপোরেশন মার্কেটের পাশে আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম সমকালকে জানান, সোমবার বিকেল পৌনে ৫টার দিকে ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। এর আগে বিকেল ৪টার দিকে এই ভবনের একটি ফ্লোরে আগুন লেগেছে বলে খবর পান তারা। ঘটনাস্থলে ৭টি ইউনিট আগুন নেভাতে কাজ করেছে।
তিনি বলেন, ‘প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা জানতে পারিনি। এছাড়া হতাহতের কোনো খবরও আমরা পাইনি।’
মন্তব্য করুন