ময়লার গাড়িচাপায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান (১৭) নিহতের মামলায় ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মী রাসেল খান দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। সোমবার ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মো. নোমান ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করেন।

এর আগে শনিবার গাড়িচালক হারুন মিয়ার দুই দিনের রিমাণ্ড মঞ্জুর করেন আদালত। সেই রিমান্ড শেষে রাসেল খানকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই আনিছুর রহমান। এ সময় আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। এরপর বিচারক তার জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে ২৫ নভেম্বর রাসেলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

২৪ নভেম্বর গুলিস্তানে বঙ্গবন্ধু স্কয়ারের দক্ষিণ পাশে নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানকে ধাক্কা দেয় ডিএনসিসির একটি ময়লার গাড়ি। এ সময় গাড়িটি চালাচ্ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মী রাসেল খান। পরে ট্রাকটি জব্দ ও চালকের আসনে থাকা রাসেল খানকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা শাহ আলম দেওয়ান পল্টন থানায় সড়ক পরিবহন আইনে মামলা করেন।