- রাজধানী
- শাহবাগে প্রতীকী লাশ নিয়ে শিক্ষার্থীদের মিছিল
শাহবাগে প্রতীকী লাশ নিয়ে শিক্ষার্থীদের মিছিল

শাহবাগে প্রতীকী লাশ নিয়ে শিক্ষার্থীদের মিছিল
নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর শাহবাগে প্রতীকী লাশ নিয়ে মিছিল করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
রোববার দুপুর ১টার দিকে তারা এ মিছিল করেন। মিছিলে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
প্রতীকী লাশের এই মিছিল শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে। মিছিলটি শাহবাগ চত্বরের কাছাকাছি এলে তাতে বাধা দেয় পুলিশ। এ কারণে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সেখানে আর অবস্থান নিতে পারেননি।
মিছিলে শিক্ষার্থীরা ‘আইন করে হাফ পাস, দিতে হবে দিয়ে দাও’, ‘নৌপথেও হাফ পাস, দিতে হবে দিয়ে দাও’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’- প্রভৃতি স্লোগান দিতে থাকেন।
সমাবেশে আন্দোলনকারী শিক্ষার্থী ইনজামুল হক বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের কর্মসূচি কিছুটা সংক্ষিপ্ত করছি। আমাদের নিরাপদ সড়ক আন্দোলন নিয়ে কিছু শীর্ষ স্থানীয় লোক আপত্তিকর মন্তব্য করেছেন, আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি।
সরকার বাসের ভাড়া বাড়ানোর পর থেকে শিক্ষার্থীরা আগের মত হাফ ভাড়া দেওয়ার দাবিতে আন্দোলন করে আসছে। প্রতিদিনই তারা সড়ক আটকে বিক্ষোভ দেখাচ্ছে। গত ২৪ নভেম্বর সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজের এক শিক্ষার্থী এবং ২৯ নভেম্বর রাতে রামপুরায় বাসের চাপায় এক এসএসসি পরীক্ষার্থী নিহত হওয়ায় শিক্ষার্থীদের ক্ষোভ আরও বাড়ে।
ঢাকা পরিবহন মালিক সমিতি মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবি মেনে নেওয়ার ঘোষণা দেয়। কিন্তু বিকালে তা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নয় দফা দাবিতে আন্দোলনে থাকা শিক্ষার্থীদের একটি দল। তাদের এ দাবির মধ্যে রোববার সব শহরে শিক্ষার্থীদের হাফ ভাড়া নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে।
মন্তব্য করুন