- রাজধানী
- মহাখালী ফ্লাইওভারে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
মহাখালী ফ্লাইওভারে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

প্রতীকী ছবি
রাজধানীর মহাখালী ফ্লাইওভারে গাড়ির ধাক্কায় নাঈম নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার রাত আড়াইটার দিকে জাহাঙ্গীর গেট থেকে ফ্লাইওভারে উঠেন তিনি। ফ্লাইওভারের মাঝামাঝি জায়গায় একটি গাড়ি তাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। কাফরুল থানার এসআই অপূর্ব রায়হান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
নাঈমের বাসা রাজধানীর দক্ষিণ খান এলাকায়। তার বাবার নাম আবু তাহের।
ফ্লাইওভারে নাঈমকে ধাক্কা দেওয়া গাড়িটি শনাক্ত করা যায়নি। গাড়িটি একটি পিকআপ হতে পারে বলে ধারণা করছে পুলিশ। দুর্ঘটনার পর আতাউর রহমান নামে এক পথচারী তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।
মন্তব্য করুন