- রাজধানী
- সিএনজি ডাম্পিং ও ৬ কোম্পানিকে ১৫ হাজার টাকা জরিমানা
সিএনজি ডাম্পিং ও ৬ কোম্পানিকে ১৫ হাজার টাকা জরিমানা

রুট পারমিটবিহীন ও ফিটনেসবিহীন যানবাহন এবং এক রুটের পারমিট নিয়ে অন্য রুটে চলাচলকারী বাসের বিরুদ্ধে পরিচালিত যৌথ অভিযানে ১টি সিএনজি ডাম্পিং করা হয়েছে।
এছাড়াও এক রুটের বাস অন্য রুটে পরিচালনা করায় ৩টি বাস ও ১টি সিএনজিসহ সর্বমোট ৬ মামলায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজা পারভীনের নেতৃত্বে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রত্যক্ষ সহযোগিতায় রাজধানীর রমনা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট সংলগ্ন এলাকায় এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে একটি সিএনজি ডাম্পিং করা ছাড়াও ভাড়ার তালিকা না থাকায় বোরাক পরিবহনের একটি বাসকে ৫ হাজার টাকা এবং এক রুটের পারমিট নিয়ে অন্য রুটে পরিচালনা করায় খাজাবাবা পরিবহনের ১টি বাস, বঙ্গবন্ধু এভিনিউ পরিবহনের দু'টি বাসের প্রত্যেকটিকে ২ হাজার ৫০০ টাকা করে এবং একটি সিএনজিকে ২ হাজার টাকাসহ চারটি মামলায় মোট ৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ ট্যাক্স-টোকেনের দায়ে একটি বাসকে ৫০০ টাকা জরিমানা করা হয়। সবমিলিয়ে অভিযানে ৬ মামলায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মন্তব্য করুন