রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ২ নম্বর প্ল্যাটফর্মের ২ নম্বর লাইন থেকে হাইকোর্টের এক প্রশাসনিক কর্মকর্তার দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম তারিকুজ্জামান বকুল (৪৫)। পুলিশ জানায়, ট্রেনের চাকায় কাটা পড়ে তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহতের স্ত্রী কুলসুম আরা জানান, তাদের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে। রাজধানীর মিরপুরের পীরেরবাগে বসবাস করেন তারা। বৃহস্পতিবার তার স্বামী তারিকুজ্জামান বাসা থেকে হাইকোর্টে যান। দুপুর ১২টার দিকে বাইরে কাজ আছে বলে সহকর্মীদের জানিয়ে বেরিয়ে যান তিনি।

কমলাপুর রেলওয়ে থানার এসআই মো. শাহজাহান জানান, দুপুর ১টা ২০ মিনিটে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি কমলাপুরের ২ নম্বর প্ল্যাটফর্মের ২ নম্বর লাইন থেকে ছেড়ে যায়। ট্রেনটি চলে যাওয়ার পরই ২ নম্বর লাইনে তারিকুজ্জামানের দ্বিখণ্ডিত লাশ পাওয়া যায়। ওই ট্রেনেই কাটা পড়ে তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এটি আত্মহত্যা, নাকি দুর্ঘটনা-নিশ্চিত হওয়া যায়নি।