রাজধানীর আসাদগেট এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার সকাল ৬টার দিকে তিনি মারা যান।

নিহত আব্দুর রব (১৮) ব্রাদার্স পরিবহন নামের একটি বাসের চালকের সহকারী। ঢাকার মোহাম্মদপুরে তিনি থাকতেন। গ্রামের বাড়ি ভোলায়। 

পুলিশ জানায়, ‘বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আসাদগেট এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

আব্দুর রবের বড় ভাই রানা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় নিউ মার্কেটে যাওয়ার জন্য বাসা থেকে বের হন তিনি। পথে আসাদগেট এলাকায় কয়েকজন ছিনতাইকারী তার কাছ থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে পেটে ও পায়ে ছুরিকাঘাত করে।