- রাজধানী
- আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্ট আয়োজনে সক্ষম বাংলাদেশ: মেয়র আতিকুল
আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্ট আয়োজনে সক্ষম বাংলাদেশ: মেয়র আতিকুল

সোমবার বনানীর একটি হোটেলে আয়োজিত সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তব্য রাখেন মেয়র আতিকুল ইসলাম -সমকাল
আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্ট আয়োজনের সক্ষমতা বাংলাদেশের রয়েছে বলে মনে করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র ও ভলিবল ফেডারেশনের সভাপতি আতিকুল ইসলাম।
তিনি বলেন, 'ভলিবল বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী খেলা। গ্রাম-গঞ্জ থেকে শুরু করে শহর পর্যন্ত ভলিবলপ্রেমী মানুষ রয়েছে। বাংলাদেশের সার্বিক বিষয়ে উন্নতি হওয়ায় যে কোনো সময় আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্ট আয়োজনের সক্ষমতা আমাদের রয়েছে। এটি আমরা করে দেখিয়েছি।'
সোমবার রাজধানীর বনানীতে হোটেল ঢাকা শেরাটনে আয়োজিত সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশনের (কাভা) বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি জানান, মুজিববর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেশে প্রথমবারের মতো বিভিন্ন দেশের ১১টি দলের অংশগ্রহণে 'বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন মেনস ভলিবল চ্যালেঞ্জ কাপ-২০২১ এবং 'বঙ্গমাতা এশিয়ান সেন্ট্রাল জোন ওমেনস ভলিবল চ্যালেঞ্জ কাপ-২০২১' এর খেলা চলছে। নানা প্রতিবন্ধতার পরও আমরা অল্প সময়ের মধ্যে অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ ম্যাচ আয়োজন করতে পেরেছি, যা আমাদের সক্ষমতারই স্বাক্ষর বহন করে।'
সভায় ফেডারেশনের নেতা মোহাম্মদ ইউনুছ, ফজলে রাব্বি বাবুল, ফেডারেশনের সিইও সোহেল মোহাম্মদ মঈন প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন