অবরোধ সফলে রাজধানীতে চলছে মিছিল
অবরোধ সফলে রাজধানীতে মিছিল করা হয়। ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৩ | ০৬:৪৩
অবরোধ সফলে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল করেছেন যুবদলের নেতাকর্মীরা। বুধবার সকালে প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি বারডেম হাসপাতালের সড়ক হয়ে সেগুনবাগিচায় গিয়ে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন যুবদলের নেতা মো. মহসীন মোল্লা, কামাল আনোয়ার আহমেদ, আবদুল জব্বার খান, আলমগীর হাসান সোহান, রুহুল ইসলাম মনি, পার্থ দেব মণ্ডল, কাউসার সরকার মামুন, খলিলুর রহমান প্রমুখ।
এদিকে রাজধানীর মালিবাগে মিছিল করেছে ছাত্রদল। সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা ও অবৈধ নির্বাচনী তপশিল বাতিলের দাবিতে দশম দফা অবরোধের দ্বিতীয় দিনে দেশব্যাপী সর্বাত্মক অবরোধ সমর্থনে মিছিল করে দলটি।
মিছিলে নেতৃত্ব দেন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন, মুশফিকুর রহিম শেখ, মনিরুল ইসলাম, সদস্য আফজাল রহমান, ঢাবি শাখার যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম, মহসিন হল শাখার যুগ্ম-সম্পাদক আরিফুল ইসলাম, কবি নজরুল কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইরফান আহমেদ ফাহিম, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ন সম্পাদক মামুনুর রহমান, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের ইমাম হোসেন নির্ঝন, আক্তার হোসেন শিবলী, সাইফুল ইসলাম অভি, শাহাবুদ্দিন, ওয়াছিউর রহমান, বাঙলা কলেজ শাখার সহ-সাধারণ সম্পাদক আলী আজগর (কাওছার), মো. শামীম ফরাজি সাবেক সহ-সম্পাদক, ঢাকা মহানগর পশ্চিমের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক শাহীনসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।