‘বিজিএমইএ ডিআরএমসি জাতীয় বিতর্ক উৎসব’ শুরু
রাজধানীতে তিন দিনব্যাপী ‘বিজিএমইএ ডিআরএমসি জাতীয় বিতর্ক উৎসব’ শুরু হয়েছে।
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৩ | ২৩:৫৫
রাজধানীতে তিন দিনব্যাপী ‘বিজিএমইএ ডিআরএমসি জাতীয় বিতর্ক উৎসব’ শুরু হয়েছে। বৃহস্পতিবার ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে উৎসবের ১২তম আসরের উদ্বোধন করা হয়। আগামীকাল শনিবার সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ উৎসবের পর্দা নামবে। এতে অংশ নিচ্ছে দেশের খ্যাতনামা ১০০টি স্কুল ও কলেজের কয়েকশ শিক্ষার্থী। এর মধ্যে ৬৪টি দল ইংরেজি ও ৩৬টি দল বাংলা সেগমেন্টে বিতর্ক করবে। প্রতিযোগিতার মিডিয়া পার্টনার দৈনিক সমকাল।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ। প্রধান অতিথির বক্তব্যে ফারুক হাসান বলেন, বর্তমান প্রজন্মকে যুক্তিনির্ভর ও সত্যনিষ্ঠ করে গড়ে তুলতেই এ বিতর্ক উৎসব। এটি নবীন শিক্ষার্থীদের যুক্তিনিষ্ঠ, বাস্তববাদী ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পথ দেখাবে। একমাত্র বিতর্কের মাধ্যমেই দেশ ও জাতির জটিল যে কোনো সমস্যার সমাধান সম্ভব। শিক্ষাজীবনের শুরু থেকেই বিতর্ক চর্চা বাঞ্ছনীয়।
সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ শামীম ফরহাদ বলেন, বিতর্ক মানুষকে সুন্দর হতে শেখায়, সত্য শেখায়, খারাপ কাজ থেকে বিরত থাকতে শেখায়, চরিত্রবান হতে শেখায়। এ চর্চার মাধ্যমে বেরিয়ে আসবে স্মার্ট বাংলাদেশের যোগ্য নাগরিক।