ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

ঢাকায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

ঢাকায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৪ | ১৮:৫২

রাজধানীতে পৃথক ঘটনায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। তাদের একজন হলেন– রেজওয়ান খান সায়মন (১৮)। নিহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি। সোমবার মগবাজার ও আশকোনা এলাকায় এসব ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা–নিরীক্ষার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, সোমবার রাত সাড়ে ৯টার দিকে মগবাজার রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় আহত হন সায়মন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তিনি পরিবারের সঙ্গে মগবাজারের ওয়্যারলেস এলাকায় থাকতেন। চার ভাই–বোনের মধ্যে তিনি ছোট ছিলেন। পান্থপথ এলাকার একটি দোকানের বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন সায়মন।
 
অপর ঘটনায় নিহত যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। তার পরনে ছিল কালো প্যান্ট, চেক শার্ট ও কালো জ্যাকেট। সোমবার সন্ধ্যার দিকে তিনি আশকোনা রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় আহত হন। রেলওয়ে থানার পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়। সেখানে রাত সাড়ে ৯টায় মৃত্যু হয় তার।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক  বাচ্চু মিয়া বলেন, সোমবার সন্ধ্যার পর আলাদা সময়ে গুরুতর আহত অবস্থায় ওই দুজনকে হাসপাতালে আনা হয়। তারা ট্রেনের ধাক্কায় আহত হন বলে জানা গেছে। ঢাকা রেলওয়ে থানা পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।


 

আরও পড়ুন

×