- রাজধানী
- গ্রিন রোডে বহুতল ভবনে অগ্নিকাণ্ড
গ্রিন রোডে বহুতল ভবনে অগ্নিকাণ্ড

রাজধানীর গ্রিন রোডে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে গ্রিন রোডের আর এস সেন্টার নামের ১৪ তলা ভবনটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আব্দুল মোমিন জানান, সকাল সাড়ে ১০টার দিকে আর এস সেন্টার নামের ১৪ তলা ভবনের পঞ্চম তলায় আগুন লাগার খবর আসে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল ১১টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
জানা গেছে, ওই ভবনের নিচের অংশে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং ওপরে আবাসিক ফ্ল্যাট রয়েছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
মন্তব্য করুন