- রাজধানী
- জুরাইনে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
জুরাইনে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
-samakal-61d81e89768aa.jpg)
রাজধানীর শ্যামপুরের জুরাইন রেলগেট এলাকায় ট্রাকের ধাক্কায় শাকিল (১৯) নামের মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। শুক্রবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন কাজী জাহিদ (১৮) নামে আরেক তরুণ।
শ্যামপুর থানার ওসি মফিজুল আলম সমকালকে বলেন, দুর্ঘটনায় দায়ী ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে পালিয়ে গেছেন চালক ও হেলপার। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, ডেমরার কোনাপাড়া এলাকায় থাকতেন শাকিল। তিনি ইন্টারনেট সংযোগ দেওয়ার একটি প্রতিষ্ঠানে কাজ করতেন। তার বন্ধু জাহিদ একটি কারখানার কর্মচারী। বৃহস্পতিবার রাতে তারা মোটরসাইকেলে মাওয়া ঘাট এলাকায় বেড়াতে যান। সেখান থেকে ফেরার পথে ভোর ৫টার দিকে জুরাইন রেলগেট এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কের সংযোগ সড়কে দুর্ঘটনাটি ঘটে। বালুবাহী একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে তারা ছিটকে পড়ে গুরুতর আহত হন।
শ্যামপুর থানার এসআই মো. নুরুজ্জামান জানান, তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন। তার গ্রামের বাড়ি পটুয়াখালীর রাঙাবালি উপজেলায়। তার বাবার নাম হাবিব ফরাজী। আহত জাহিদ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন।
মন্তব্য করুন