- রাজধানী
- সারাদেশে নিরাপদ হাসপাতালের দাবিতে মানববন্ধন
সারাদেশে নিরাপদ হাসপাতালের দাবিতে মানববন্ধন

দেশের হাসপাতালগুলোতে চলমান অনিয়ম ও দুর্নীতি দূর করে সুচিকিৎসা নিশ্চিতসহ ৫ দফা দাবিতে মানববন্ধন করেছে নিরাপদ হাসপাতাল চাই (নিহাচ) নামের একটি সামাজিক সংগঠন। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সমন্বয়ক এফ এ শাহেদের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন মুফতি মাসুম বিল্লাহ নাফিয়ী, রাহাত হুসাইন, মনজুর হোসেন ঈসা, শাহরিয়ার সোহাগ, ধ্রুব চৌধুরী, আল-আমিন বিন আলী প্রমুখ।
মানববন্ধনে এফ এ শাহেদ বলেন, স্বাধীনতার ৫০ বছর পার হলেও স্বাস্থ্যসেবার মৌলিক অধিকার আজও নিশ্চিত হয়নি। এশিয়াসহ প্রায় ৬০টি দেশের মধ্যে সব থেকে বেশি চিকিৎসা খরচ বহন করতে হয় আমাদের। জায়গা-জমি বিক্রি করে, সঞ্চয় ভেঙে, ঋণ করে চিকিৎসা খরচ জোগাতে লাখ লাখ মানুষ প্রতি বছর দরিদ্র হচ্ছে। এরপরও মানুষ নিরাপদ চিকিৎসা পাচ্ছে না। নারী রোগী, তার স্বজন থেকে শুরু করে, নারী চিকিৎসকরাও যৌন নিপীড়নের শিকার হয় সহকর্মী, ওয়ার্ডবয় ও দালালদের হাতে। সরকারি হাসপাতালগুলো দালালদের একটি নিরাপদ ব্যবসাস্থলে পরিণত হয়েছে।
মন্তব্য করুন