- রাজধানী
- কার্টুনিস্ট খলিলকে হুমকির পর থানায় জিডি
কার্টুনিস্ট খলিলকে হুমকির পর থানায় জিডি

ফাইল ছবি
কার্টুনিস্ট খলিল রহমানকে অকথ্য ভাষায় গালাগাল ও হুমকির ঘটনায় রাজধানীর রামপুরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শুক্রবার তিনি এই জিডি করেন। তিনি বিভিন্ন জাতীয় দৈনিকে সমসাময়িক বিষয় নিয়ে কার্টুন আঁকেন। পাশাপাশি রামপুরায় তার ফ্যাশন হাউসের একটি অফিস রয়েছে।
খলিল জানান, ৫ জানুয়ারি তিনি রামপুরায় নিজের অফিসে কাজ করছিলেন। এ সময়ে স্থানীয় আব্দুল গফুর, তার স্ত্রী, সন্তানসহ কয়েকজন অফিসে ঢুকে তাকে অশ্নীল ভাষায় গালাগাল শুরু করেন। তারা নিজেদের ভবন মালিক দাবি করে তাকে অফিস বন্ধ করে চলে যেতে বলেন।
একপর্যায়ে তারা চলে গেলেও আব্দুল গফুরের ছেলেরা তার ওপর হামলা চালাতে তাকে খুঁজতে থাকে। খলিল আরও জানান, প্রতিবেশীদের কাছ থেকে জানতে পেরেছেন, গফুরের দুই ছেলে সন্ত্রাসী প্রকৃতির। তারা তাকে মারার জন্য খুঁজছে। প্রাণভয়ে তিনি অফিস বন্ধ করে ওই এলাকা ছেড়েছেন। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করে নিরাপত্তা চেয়েছেন তিনি।
রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, কার্টুনিস্ট খলিলের অফিসে পুলিশ পাঠানো হয়েছে। তার অভিযোগের তদন্ত চলছে। অভিযুক্তদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন