- রাজধানী
- রাজধানীতে বাসায় কলেজছাত্রীর ঝুলন্ত লাশ
রাজধানীতে বাসায় কলেজছাত্রীর ঝুলন্ত লাশ

প্রতীকী ছবি
রাজধানীর মগবাজারের একটি বাসা থেকে নওরিন জাহান ঝিলিক (১৮) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেলে তার নিথর দেহ উদ্ধার করে হাসপাতাল নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনরা বলছেন, মা বকুনি দেওয়ায় অভিমান করে তিনি গলায় ফাঁস দেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, বিকেল ৪টার দিকে ওই শিক্ষার্থীর নিথর দেহ হাসপাতালে আনা হয়। চিকিৎসকরা পরীক্ষা করে জানান, আরও আগেই তার মৃত্যু হয়েছে। বিষয়টি রমনা থানাকে জানানো হয়েছে।
স্বজনরা জানান, তেজগাঁওয়ের হলি ক্রস গার্লস স্কুল অ্যান্ড কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়তেন নওরিন। তিনি মগবাজারের গাবতলা এলাকার একটি ভবনের ষষ্ঠতলায় পরিবারের সঙ্গে থাকতেন। শুক্রবার সকালে তিনি দেরি করে ঘুম থেকে ওঠায় মা মমতাজ বেগম তাকে বকুনি দেন। এরপর সবার অগোচরে তিনি ঘরে ঢুকে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। বিকেল ৩টার দিকে পরিবারের সদস্যরা তাকে ডাকতে গিয়ে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখেন। তখনই তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
নিহতের খালা ডলি বেগম জানান, দুই বোন ও এক ভাইয়ের মধ্যে মেজো ছিলেন নওরিন। তার বাবা মো. রাহাতুল্লাহ আগেই মারা গেছেন। তাদের গ্রামের বাড়ি ঢাকার নবাবগঞ্জে।
মন্তব্য করুন