- রাজধানী
- চট্টগ্রামে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেপ্তার
চট্টগ্রামে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেপ্তার

গ্রেপ্তার মশিউর রহমান দিদার।
চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মশিউর রহমান দিদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে নগরের খুলশী থানার জাকির হোসেন সড়কের ভূঁইয়া গলির বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার আবদুর রহমান ভূঁইয়ার ছেলে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মশিউর রহমান দিদার নগরের বেসরকারি ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগের একাংশের নিয়ন্ত্রক ছিলেন। কলেজের আশপাশের এলাকায় চাঁদাবাজি, ভূমিদস্যুতাসহ বেশকিছু অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ আছে তার বিরুদ্ধে। এসব কর্মকাণ্ডের নিয়ন্ত্রণ নিয়ে তার অনুসারী ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে প্রতিপক্ষের বেশ কয়েকবার মারামারি, সংঘর্ষের ঘটনাও ঘটেছে।
দলীয় সূত্রে জানা গেছে, নগর যুবলীগের সর্বশেষ আহ্বায়ক কমিটিতে মশিউর রহমান দিদার এম আর দিদার নামে জায়গা করে নেন। দিদার চট্টগ্রামের রাজনীতিতে প্রয়াত সাবেক মেয়র এ বিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ চাকমা সমকালকে বলেন, ‘চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল মশিউর রহমান দিদারের বিরুদ্ধে। রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।’
মন্তব্য করুন