- রাজধানী
- চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা মশিউর গ্রেপ্তার
চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা মশিউর গ্রেপ্তার

চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মশিউর রহমান দিদার গ্রেপ্তার হয়েছেন। গত সোমবার রাতে নগরের খুলশী থানার জাকির হোসেন সড়কের ভূঁইয়া গলির বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ওই এলাকার আবদুর রহমান ভূঁইয়ার ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলা আছে। বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার ওসি সন্তোষ চাকমা জানান, চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল মশিউরের বিরুদ্ধে। অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, নগর যুবলীগের সবশেষ আহ্বায়ক কমিটিতে মশিউর রহমান দিদার এমআর দিদার নামে জায়গা করে নেন। তিনি চট্টগ্রামের রাজনীতিতে প্রয়াত সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।
মন্তব্য করুন