দলের মহাসচিব মাওলানা মামুনুল হকসহ গ্রেপ্তার সব নেতাকর্মীর মুক্তির দাবিতে বৃহস্পতিবার রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় মানববন্ধন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে তাদের কর্মসূচি থাকলেও পুলিশের বাধায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে স্থানান্তর করা হয়।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানমালায় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অতিথি করার প্রতিবাদে গত বছরের মার্চে আন্দোলনে নামে হেফাজতে ইসলাম। খেলাফত মজলিসের নেতারাও হেফাজতের পদধারী ছিলেন। হেফাজতের কর্মসূচিতে ব্যাপক সহিংসতা ও প্রাণহানী হয়। এসব মামলায় খেলাফতের মামুনুল হক ছাড়া দলীয় যুগ্মমহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউলতাহ আমীন, মাওলানা কোরবান আলী কাসেমীসহ অনেকেই গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

বায়তুল মোকাররম উত্তরগেটে ঢাকা মহানগর খেলাফতের উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, আবুল হাসানাত জালালী, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মাহবুবুল হক প্রমুখ। তারা বলেন, ‘হুমকি, বাধা দিয়ে আন্দোলন ঠেকানো যাবে না। খেলাফত শান্ত্মিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। কারাবন্দি আলেম-উলামাকে মুক্তি দিতে হবে। অন্যথায় আমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবে খেলাফত।’

ঢাকা ছাড়াও নরসিংদী, গাজীপুর, চাঁদপুর, শরীয়তপুর, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, মাদারীপুর, চট্রগ্রাম, ফেনী, নেয়াখালী, ময়মনসিংহ, সিলেট, যশোরসহ বিভিন্ন জেলা উপজেলায় মানববন্ধন হয়। কুমিলতায় পুলিশের বাধায় মাননবন্ধন করতে পারেনি খেলাফত মজলিস।