শীতল প্রকৃতি। রাতে ঝরছে শিশির। সকাল বেরিয়েই উঁকি দেয় ঝলমলে সূর্যের আলো। এমন আলোয় চারদিক স্বচ্ছ হয়ে ওঠার কথা। কিন্তু ঢাকায় চারদিকে ধূলিকণা ভাসছে কুয়াশার মতো। বুকভরে শ্বাস নেওয়া যাচ্ছে না। শীতের শুরু থেকেই বায়ুদূষণের দিক থেকে ঢাকা প্রায়ই উঠে আসছে বিশ্বের শীর্ষে।

গত বছরের তুলনায় এ বছর শীত মৌসুমে ঢাকায় বায়ুদূষণ বেড়েছে ১৯ শতাংশ। বাতাসের বিষে চরম ঝুঁকিতে পড়েছে জনস্বাস্থ্য। গবেষণায় উঠে এসেছে, নানা রকম দূষণে বাংলাদেশে প্রতিবছর মারা যাচ্ছে এক লাখ ২৩ হাজার মানুষ।

এরপরও দূষণ ঠেকাতে সরকারের তেমন উদ্যোগ নেই বলে অভিযোগ দীর্ঘদিনের। দূষণ কমাতে দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশনাও উপেক্ষিত। খসড়া তৈরির দুই বছরেও পাস হয়নি 'নির্মল বায়ু আইন'।

আলোচনা করেছেন সমকালের স্টাফ রিপোর্টার জাহিদুর রহমান ও সহ-সম্পাদক রিফাত তাসনুভা