- রাজধানী
- শাহজালালে ৩ কেজি হেরোইনসহ গ্রেপ্তার সেই বিদেশি নারী কারাগারে
শাহজালালে ৩ কেজি হেরোইনসহ গ্রেপ্তার সেই বিদেশি নারী কারাগারে

লেসেডি মোলাপিসি
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হেরোইনসহ গ্রেপ্তার বিদেশি নারী লেসেডি মোলাপিসিকে ৩ দিনের রিমান্ড শেষে পুলিশ কারাগারে পাঠিয়েছে।
শুক্রবার তাকে কারাগারে পাঠায় পুলিশ।
বতসোয়ানার নাগরিক ওই বিদেশি নারীর কাছ থেকে প্রায় সোয়া ৩ কেজি (৩.১৪৫ গ্রাম) হেরোইনের চালান জব্দ করা হয়। যার বাজার মূল্য ২০ কোটি টাকা।
পুলিশ জানায়, এ ঘটনায় কাস্টমস বাদী হয়ে তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলা করে। একই মামলায় রাজধানীর উত্তরা এলাকায় থেকে গ্রেপ্তার মুহিবুল ইসলাম মাসুদ নামে এক ব্যবসায়ীকে ২ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই মো. জাহাঙ্গীর আলম সমকালকে বলেন, ব্যবসায়ী মাসুদ উত্তরার মেহেরাফ ইন্টারন্যাশনাল এর ব্যবস্থাপনা পরিচালক। তার আমন্ত্রণে ওই বিদেশি নারী ঢাকায় আসেন। ৩ দিনের পুলিশ রিমান্ডে জিজ্ঞাসাবাদে ওই নারীর দেওয়া তথ্যে রাজধানীর উত্তরা এলাকা থেকে ব্যবসায়ী মাসুদকে গ্রেপ্তার করা হয়। ওই নারী হেরোইন পাচার সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন।
মন্তব্য করুন