- রাজধানী
- টঙ্গীতে জাল টাকাসহ গ্রেপ্তার দু’জন জেলহাজতে
টঙ্গীতে জাল টাকাসহ গ্রেপ্তার দু’জন জেলহাজতে

জাল টাকাসহ গ্রেপ্তার দু’জনকে জেলহাজতে পাঠায় পুলিশ- সমকাল
টঙ্গীতে ৫৬ হাজার জাল টাকাসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। তারা হলো, বগুড়ার গাবতলী থানার জয়ভোগা ভাঙ্গনপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে শামিম ও রাজশাহীর রাজপাড়া থানার কাজীহাটা গ্রামের আব্দুস সালাম মিয়ার ছেলে হিমেল আহাম্মেদ রানা। শনিবার ভোরে সাতাইশ চৌরাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন তথ্যে জানা যায় টঙ্গী পশ্চিম থানা সাতাইশ চৌরাস্তায় এলাকার কাঁচাবাজারের সামনে একটি সরু গলিতে জাল টাকা কারবার হচ্ছে। ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে এক হাজার ও পাঁচশত টাকা নোটের ৫৬ হাজার জাল টাকা জব্দ করা হয়।
টঙ্গী পশ্চিম থানার ওসি শাহ্ আলম জানান, তাদের কাছ থেকে এক হাজার ও পাঁচশত টাকার জাল নোট ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন