নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাত-পা বাধা অবস্থায় ব্যাটারিচালিত অটোরিকশা চালক বলরাম (১৫) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার দুপুর পৌনে ২টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চৌকিদার বাড়ি সংলগ্ন ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।নিহত বলরাম উপজেলার চর হাজারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সনাতন মহাজন বাড়ির লনি গোপালের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়ার এক নারী গরুর গোবর কুড়াতে যান। এ সময় মুখে টেপ পেচানো, হাত-পা বাধা অবস্থায় এক কিশোরের মরদেহ ধানক্ষেতে পড়ে থাকতে দেখেন তিনি। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় মো.শিপন ও বেলাল হোসেন জানান, সারাদিন রিকশা চালিয়ে রাতের বেলা চর হাজারী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে অটোরিকশা গ্যারেজে রিকশা জমা দিয়ে বাসায় ফিরতেন বলরাম। রোববার রাতে রিকশাও জমা দেয়নি, বাসায়ও ফেরেননি। ধারণা করা হচ্ছে, কে বা কাহারা রোববার রাতে অন্য কোনো স্থানে তাকে হত্যা করে মরদেহ এখানে ফেলে রেখে গেছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজ্জাদ রোমন বলেন, খবর পেয়ে পুলিশ ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার করে। নিখোঁজ রিকশা উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে। মামলার প্রক্রিয়া চলছে।