হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দুই হাজার ইয়াবাসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। তিনি মোবাইল ফোনের একটি চার্জারে করে মালদ্বীপে ইয়াবা পাচারের চেষ্টা করেছিলেন বলে আজ শুক্রবার জানিয়েছেন বিমানবন্দরে এভিয়েশন সিকিউরিটির (এভসেক) সদস্যরা।

আটক ব্যক্তির নাম আল আমিন। তিনি মালদ্বীপ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের যাত্রী ছিলেন।

এভসেক সদস্যরা জানান, আজ দুপুর আড়াইটার মালদ্বীপের ফ্লাইট ধরার জন্য দেড়টার দিকে বিমানবন্দরে পৌঁছান যাত্রী আল আমিন। ৪ নম্বর বোর্ডিং গেটে তাকে তল্লাশি করেন এভসেক সদস্যরা। এ সময় তার ব্যাগে থাকা একটি চার্জারে সুকৌশলে লুকানো অবস্থায় এক হাজার ৭৯১টি ইয়াবা পাওয়া যায়।

এভসেক সুপারভাইজার শামীম হোসেন জানান, আল আমিন একজন প্রবাসী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, তার পরিচিত এক ব্যক্তি চার্জারটি মালদ্বীপে পৌঁছে দেওয়ার জন্য তাকে বলেছিলেন।