- রাজধানী
- ‘ফুল কিনতে’ যাওয়ার পথে গাড়িচাপায় তরুণ নিহত
‘ফুল কিনতে’ যাওয়ার পথে গাড়িচাপায় তরুণ নিহত

প্রতীকী ছবি
বিশ্ব ভালোবাসা দিবসে রাজধানীর শাহবাগে ‘ফুল কিনতে’ যাওয়ার পথে গাড়িচাপায় মো. দিপু নামে এক তরুণ নিহত হয়েছে। সোমবার ভোরে মৎস্য ভবন সংলগ্ন রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।
২৬ বছর বয়সী দিপু রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মামার বাসায় থাকতেন। তাদের গ্রামের বাড়ি বরিশালে, দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড়।
নিহত দিপুর খালাতো ভাই মো. মাহবুব জানান, সোমবার ভোরে ফুল কিনতে শাহবাগে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়েছিলেন দিপু। পরে দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে এসে তার নিথর দেহ পান। মাহবুব বলেন, ‘পুলিশ বলেছে গাড়িচাপায় দিপু মারা গেছেন। কিন্তু গাড়িটি তো পাওয়া যাচ্ছে না। কীভাবে মারা গেল- তা বুঝতে পারছি না।’
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘ফুল কিনতে শাহবাগে যাচ্ছিলেন দীপু। পথে কোনো গাড়ির চাপায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এসেছিল। সকাল ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ গাড়িটি শনাক্তের চেষ্টা করছে।’
মন্তব্য করুন