স্বৈরাচার বিরোধী ছাত্র প্রতিরোধ দিবসে ছাত্র সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ। সঞ্চালনা করেন কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক সুহাইল আহমেদ শুভ।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, কমিটির সাধারণ সম্পাদক শোভন রহমান, অর্থ সম্পাদক সুলতানা আক্তার, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রাজীব কান্তি রায়, কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুস্মিতা মরিয়ম এবং ঢাকা নগর শাখার সভাপতি অনিক কুমার দাস।

সমাবেশে বক্তারা বলেন, জনগণের অতীত সংগ্রামের ইতিহাসকে ভুলিয়ে দিয়েই বর্তমান স্বৈরাচার স্বস্তিতে থাকতে চায়। ১৯৮৩ সালের ১৪ ফেব্রুয়ারি যেই শিক্ষানীতির বিরুদ্ধে শহীদ জয়নাল, আয়ুব, মোজাম্মেল, দিপালী সাহা তাদের জীবন উৎসর্গ করেছিল, আজও গণতান্ত্রিক লেবাসে স্বৈরাচারী সরকার ভিন্ন মোড়কে একই শিক্ষানীতিতেই শিক্ষাব্যবস্থা পরিচালনা করছে। হেফজতের সঙ্গে হাত মিলিয়ে সাম্প্রদায়িকতার বিষ বাষ্প পাঠ্যপুস্তকে ঢোকানো হয়েছে। শিক্ষার ব্যয় ক্রমাগত বাড়ছে, কমছে বাজেটে বরাদ্দ। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কায়েম হয়েছে চূড়ান্ত প্রশাসনিক স্বৈরতন্ত্র। 

সমাবেশ শেষে একটি মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার, ডাকসু ক্যাফেটেরিয়া, কলাভবন ঘরে টিএসসিতে গিয়ে শেষ হয়।