রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকায় একটি স্টিল মিলের ভাট্টিতে (লোহা গলানোর চুলা) বিস্ম্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হয়েছে। 

মঙ্গলবার রাতে শাহরিয়ার স্টিল মিলে এই দুর্ঘটনা ঘটে। 

দগ্ধ তিনজন হলেন—  মো. শাহিন (২৫), আক্তর হোসেন (৫০) ও মাইন উদ্দিন (২২)। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ তিনজনের সহকর্মী শফিউল ইসলাম জানান, রাত সাড়ে ৮টার দিকে তারা স্টিল মিলে ভাট্টিতে লৌহা গলানোর কাজ করছিলেন। সেখানে পুরাতন লৌহার বন্ধ পাইপ জাতীয় কিছু বিস্ফোরিত হয়। এতে গলিত লৌহা ওই তিনজনের শরীরে লাগে।

তিনি আরও জানান, পুরনো লোহা গলানোর সময়ে মাঝেমধ্যেই এমন দুর্ঘটনায় পড়েন তারা। ছোটখাটো ঘটনা নিজেরাই সামাল দেন। তবে এবার ভাট্টির ভেতর বিস্ম্ফোরণ হলে আশপাশে গলিত লোহা ছিটকে শ্রমিকদের শরীরে লাগে।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, তিনজনেরই হাত-পাসহ শরীরের বড় অংশ পুড়ে গেছে। তাদের চিকিৎসা চলছে।