- রাজধানী
- হাজারীবাগে বাসায় স্কুলছাত্রের ঝুলন্ত লাশ
হাজারীবাগে বাসায় স্কুলছাত্রের ঝুলন্ত লাশ

প্রতীকী ছবি
রাজধানীর হাজারীবাগের বাসা থেকে এক স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম তানভীরুল ইসলাম সৈকত (১০)। শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে। স্বজনের ধারণা, সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে এর কারণ জানা যায়নি।
নিহতের ভাই কাওসার পারভেজ সাগর জানান, হাজারীবাগের গজমহল রোডের ৮১ নম্বর বাসায় পরিবারের সঙ্গে থাকত সৈকত। সে রায়েরবাজার হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। শুক্রবার বেলা ১২টার দিকে সে বাথরুমে গোসল করতে যায়। দীর্ঘ সময় পরও বের না হওয়ায় ডাকাডাকি করা হয়। সাড়া না পেয়ে বাথরুমের দরজা ভাঙলে তাকে গামছা দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখা যায়। তার নিথর দেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, আগেই তার মৃত্যু হয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, দুপুর পৌনে ২টার দিকে সৈকতকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সৈকতের বাবার নাম জসিম উদ্দিন। দুই ভাই ও এক বোনের মধ্যে সে ছিল সবার ছোট। তাদের গ্রামের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার কচুয়ায়।
মন্তব্য করুন