স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির নেতারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে শ্রদ্ধা নিবদেন করেছেন। বৃহস্পতিবার সকাল ১০টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তারা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ুম, মো. মোহসীন, জাতীয় শ্রমিকজোট-বাংলাদেশ সভাপতি সাইফুজ্জামান বাদশা, জাসদের কোষাধ্যক্ষ মনির হোসেন, দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, জাতীয় কৃষক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান ফসি,  জাতীয় যুবজোটের তসিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।